কত কাছ থেকে কত দূরে,
করো অবহেলায় কি করুণ প্রস্থান।
বিজয়ী সেই অসভ্য সভ্যতার মিথ্যে বানী,
"তোমাকে খুব ভালোবাসি"
দারুণ কর্কশ লাগে আকালে কোকিলের সুউচ্চারিত কন্ঠে গান।


বিরহের রঙ নীল সহস্র আগে ঘোষিত,
কতজন নীল রঙ লয়ে নির্বাপিত দিয়েছে জীবাত্মা, কতজন নিদ্রাহীন আকালের বেদনায়।
আহা! কত শত এমন প্লাবন
তবু চলে যেতে হয় নীলের ভূগর্ভে
কত জনে গেছে নিয়ে ব্যাকুল আগুন।


কত বেয়াড়া হৃদয় চেয়ে গেছে প্রণয়ের পরিণত হয় যে আনন্দ অভিধান।
কতজন বুঝে তাই?  কতজন চাই?
দিয়ে যায় শুধু আগুনের পুলকিত বান।
পুড়ে পুড়ে হয়েছে ছাই,
প্রথমের স্বাদ প্রনয়ের শেষ পায়নি কেউ।


বিজয় পরাজয় হয় যদি ব্যবধান,
তোমার নাম ছুঁয়াচে হয়ে যাক এ হৃদয়ে।
কোন এক নির্জন দ্বীপের প্রারম্ভিক প্রস্থান থেকে
একটি শব্দ ভেসে আসবে, শব্দটা হবে জানি প্রিয়তম।