দূরের আকাশে এক ফালি চাঁদ
শাওয়াল এলো করি মোনাজাত
আসলো তবে ঈদ
গড়তে চাই সাম্যের ভিত।


কড়া নাড়ুক সবার দ্বারে
সাম্য, মৈত্রী বারেবারে
উঠানে থাকুক সুখ সম্ভার
সপ্ত অহের প্রতিটি বার।


আকাশে উঠলে ঈদের চাঁদ
মিটতো যদি সব বিবাদ
বিলীন হতো যদি সব আর্তনাদ
থাকতো যদি সব সুখ সংবাদ,
এমন ইচ্ছা শুধু ই স্বপণ
প্রৌঢ় মনে এখন আর হয় না বপন
শুধু স্মৃতিতে ভরা মন ও মনন
কল্পনায় বাজায় কেউ মধুর স্বনন।


তবু  আকাশে উঠেছে ঈদের চাঁদ
শিশু কিশোরের স্বপ্ন সাধ
মিটিয়ে পাই ঈদ আস্বাদ,
আমরা পারিনি কেউ তো পারবে
ঐ একফালি চাঁদ আজীবন উঠবে
হাতছানি দিয়ে সবারে ডাকবে
সাম্যের সুর একদিন বাজবে।