অঙ্গন যেন রূপের সভা
দীন দরিদ্র সাজলো রাজা,
শুভ্র লাবণ্যে হোক নিষ্পত্তি
সব সমস্যার বুৎপত্তি।
একটু আলো ঢালো চোখে
রূপ লাবন্য ডাকছে যাকে
সহায় থাকো তার আরাধ্যে
তার মিলানো উপপাদ্যে।
যখন নীরব নিঝুম রাত
আনবে ডেকে রূপার চাঁদ,
তখন আঙিনার শুভ্র রূপ
চাঁদের সাথে গাইবে খুব,
সে সভায় তোমায় ডেকে
শুভ্র গোলাপ রাজ পোশাকে
ধন্য ধন্য ভাবের আবেশ
ছড়িয়ে দিবে এই প্রদেশ।