আজকের আকাশটাকে দেখেছো?
দূরের আকাশ?
দেখো, আজ বড়োই কাছের মনে হচ্ছে তাকে,
নীলে নীলে প্রজ্জ্বলিত!


আচ্ছা,
পাতাবাহারের পাতা দেখেছো কখনও?
ঝলমলে বিচিত্র-রঙিন!


কিংবা
পুকুরের জলে ভেসে থাকা পানাফুল?
যেন সৌন্দর্যের এক উৎকৃষ্ট প্রতীক!


নদীর বুকে ঢেউ দেখেছো কোনোদিন?
কলকল সুরে তোলে মধুর ঝংকার!


কিংবা
আঁধার রাতে জোনাকি দেখেছো কি?
চারিদিকে ছড়ায় যেন উছল জ্যোতি!


অদেখা সত্তার কসম প্রেয়সী,
এর সব কিছু তোমারই উপমা!