ছেলে : দাদু, এদেশ স্বাধীন করেছে কারা?
দাদু   : কেন তারা।
ছেলে :  কারা?


দাদু   : নিষ্পেষিত সমাজে আজ রিক্ত সর্বহারা
          যুদ্ধে গিয়ে নিস্ব হয়েছে কেউবা গেছে মারা।
          কারো আবার কাটছে জীবন ভিক্ষাবৃত্তি করে
          অসহায়াত্বের গ্লানি টানছে যুগ-যুগান্তর ধরে।


মেয়ে :  তাদের নাম কি কারো জানো ?


দাদু   :  মোস্তফা, কামাল, মতিউরের মত কত শ্রেষ্ঠ বীর
          একই সাথে প্রাণ দিয়েছে হামিদুর জাহাঙ্গীর।
          সেদিন তাদের নানাভাবে যারা করেছেন সহায়তা
          ইতিহাসের পাতায় তারাও রেখেছেন, মুক্তিযোদ্ধার স্বাক্ষরতা।
          যদিও আজ অনেকেই সমাজে অবহেলিত বঞ্চিত
          কেউবা হয়েছে প্রতারনার শিকার কেউবা লাঞ্চিত।
          
ছেলে :  দাদু, এমন কেন হল ?
দাদু   : স্বাধীনতার ইতিহাস না যেন তোমরা বল।
মেয়ে :  দাদু, যুদ্ধ কেন হল ?


দাদু   : ভাষা নিয়ে বায়ান্নতে হল সূত্রপাত
         উর্দু হবে রাষ্ট্রভাষা বাংলা উৎখাত।
         এই নিয়ে পূর্ব বাংলায় তিব্র প্রতিবাদ
         নাজিমুদ্দির স্বপ্ন ভেঙ্গে হল ধুলিস্বাৎ।
         ক্রমে ক্রমে জন মনে ক্ষোভের সঞ্চার হয়
         নয় মাসে যুদ্ধ করে করল যে সব লয়।


ছেলে :  দাদু, তাদের পক্ষে ছিল কারা?
দাদু   : তারা।
ছেলে :  কারা?
দাদু   : রাজাকার আল-বদর আর মুক্তিদ্রোহী যারা।
মেয়ে :  দাদু, স্বাধীনতার মহা নায়ক কে ?
দাদু   : কেন সে।
মেয়ে :  কে ?
দাদু   : বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক যে।
ছেলে :  তিনি কে ?
দাদু   : ইতিহাসের মহান নেতা বঙ্গবন্ধু সে।