স্বাধীনতা, তুমি কত মহান
তোমার পরশে শীতল হল, লাখো-কোটি বাঙ্গালীর প্রাণ।


কত যে তারা ঠকিয়েছে মোদের বুঝিনি কোন দিন
বলতে চাইলেও বলতে পারিনি, ছিলাম যে পরাধীন।


শিশির ভেজা মাঠ, সোনালী সূতোর পাট আর ক্ষেতে পাকা ধান
চোখ বোলাতেই মন ভরে যায়, জুড়ায় মোদের প্রাণ।


তিল তিষিতে ভরা ক্ষেতে, দুধে ভরা বাটি
ছাই ফেলিলে সোনা ফলায় মোদের দেশের মাটি।


সবুজ শ্যামল ঘাসে ভরা এই দেশ
নয়ন ভরিয়া যতই দিখ তার সৌন্দর্য, হয়নাতো তবু শেষ।


নদী নালা খাল বিল আরো কত প্রকৃতি বিশেষ
সব কিছু মিলিয়ে এ যেন এক অনাবিল পরিবেশ।


বসন্তের শেষে দোয়েল শ্যামা এসে, ছড়ায় যেন আরো কত প্রাকৃতিক সৌরভ
এমন দেশটিতে জন্মেছি মোরা, এটাই মোদের গৌরব !