শেষ দেখা ও শেষ কথা


ও ভাই যমদূত একটু দাঁড়াও,
আমাকে দাও না কয়েটা মুহূর্তকাল বাড়িয়ে
মোর প্রিয়া যে সেথায়, আছে একা দাঁড়িয়ে।


যখন আমার আর তার হয় বিচ্ছেদ
তখন বলেছিলাম আসবো একদিন দেখো,


সেই দিন আজ এসে গেছে,
আমি শুধু একটি বার গিয়ে দাঁড়াব
তার সামনে।


আমি জানি সে ভূলতে পারে না আমায়
আমি জানি সে ভূলে নাই,


যমদূত বললো হেসে,
হা হা হা অবশেষে
হেরেগেলি নিষ্ঠুর ভালোবাসার কাছে।


আমি তখন তোমার সেই প্রিয় সাদা রঙের শার্ট টা পরে দৌড়ে গেলাম তোমার পাশে,


আমায় দেখে তুমি অবাক!
তুমি!তুমি কোথা থেকে??


আমি বললাম অপরাধীর করুন কন্ঠসরে,
আমি বলেছিলাম না,একবার আসবো
তোমার কাছে কিছু চাইতে।
আজ এসেছে সে সময়।


বলতেই তুমি কান্নামিশ্রীত কন্ঠ বললে
কেন,কেন এসেছ লজ্জা করে না।


আমি বললাম, লজ্জা হা হা হা
সে তো কবেই শেষ।
সেটা শুধু তেমাকেই মানায় বেশ।


কেন এসেছি জানো আবার
শুধু একবার আমাকে বলবে তোমার ঐ মায়া মাখা কন্ঠে
"কি হয়েছে তেমার"
শুধু একবার বলো,


তুমি যেন ভাবতেছিলে বলবে
কিন্তু, না আর হলো না বলা।!!


যমদূত হাজির,
চল,তের সময় শেষ,


আমি কাতরাতেকাতরাতে বললাম,
এত তাড়াতাড়ি শেষ,
আচ্ছা, আমি চলে যাচ্ছি,
বিদায় বেলা এ কেমন নিষ্ঠুর দেখা
ভালো থেকো,ভালো থেকো,


এটাই ছিল শেষ বলা।


#ছোটমামা