আম-কাঁঠা‌লের ছ‌লে
আম্র-কাননত‌লে
ভালবাসা ধরা দে‌বে
‌চিরত‌রে থাক‌বে
ই‌লিশ-দুপুর ব‌লে
স্বাধীন পতাকাত‌লে
লাল-সবু‌জের সাজে
জা‌নি কথা রাখ‌বে।
ক‌ষ্টের শে‌ষ ঠে‌লে
‌দো‌য়েলটা পাখা মে‌লে
সব পা‌খি দ্যা‌খে তারে
বাংলার গর্ব
সব ফুল বাদ দি‌য়ে
ভালবাসা বু‌কে নি‌য়ে
‌তোমার খোপায় দে‌খো
শাপলা‌কে ভরব।
নী‌তির পোষাকধারী
প‌ঙ্কিল অনাচারী
‌মি‌ত্রের পটভূ‌মে
ত‌লে ত‌লে যুদ্ধ
বাঙা‌লি বা‌ঘের জাত
হা‌তে শুধু রে‌খো হাত
পরা‌জিত হ‌বে তারা
হ‌বে হতবুদ্ধ।