বাঙা‌লির মু‌খে
অ‌চেনা ধাঁ‌চের
বাঙলা শুন‌তে চাও?
জান‌ালা বন্ধ,
দরজা ভেড়া‌নো,
কথা কা‌নে আ‌সে তাও।
কাঁঁথাচাপা দি‌য়ে
‌শীতকে তাড়াই
ধম‌কে লুকাই যু‌ক্তি,
‌ও প‌থে না হেঁ‌টে,
সদবিশ্বা‌সে
বন্দী খোঁ‌জে মু‌ক্তি।
‌শি‌রোপার স্বাদ
‌ক্রি‌কেট ঘোঁচা‌বে
বাংলার বাঘ পা‌রে,
শত ব্যর্থতা
মার খায় য‌দি
সা‌কিব ছক্কা মা‌রে।
‌তা‌লেবানী ভূ‌ত
এখা‌নে চ‌লে না,
বাংলায় হ‌বে হর্ষ,
যুদ্ধজয়ী বীর বাঙা‌লির
বাঙলার নববর্ষ।