ডু‌বে যা‌বে ম‌নে হয়
মরুকর‌ণের ভয়
আচমকা হ‌তে পা‌রে
মহা ভূ‌মিকম্প,
বন্যা,বৃ‌ষ্টি,ঝড়
সম্ভাবনার গড়
প্র‌তিকূল পাঠ দেয়
থরহ‌রিকম্প।
তালুজ্বলা গর‌মে
তদুপ‌রি শর‌মে
‌পোষাকটা গা‌য়ে থা‌কে
‌বিদ্যুৎ থা‌কেনা,
শীতকা‌লে শীত নাই
কাঁথা-কম্বল তাই
বৃথাই পুরা‌নো হয়
উষ্ণতা ডা‌কেনা।
ঝঞ্ঝা-ক্ষুব্ধ দে‌শে
‌বিরূদ্ধ সমা‌বে‌শে
ক্ষ‌ণে ক্ষ‌ণে ম‌নে হয়
চ‌লে যাই,চ‌লে যাই,
ভাঙ্গ‌লে গড়ায় মা‌তি
আমরা লড়াকু জা‌তি
‌কোথাও যা‌বোনা আ‌মি
ব‌লে যাই, ব‌লে যাই।