একটা বয়স
জন্ম নেবার
অবাক চো‌খে
দৃশ্য দেখার,
‌দোলন‌া চ‌ড়ে
‌দিন-দু‌নিয়ার
কায়দা-কানুন
বুঝ‌তে শেখার।
একটা বয়স
‌বিশুদ্ধতার
আপন ম‌নে
পুতুল খেলার,
চরকা চড়ার
‌মিঠাই খাবার
ভাবনা ছাড়া
‌ছোট্ট বেলার।
একটা বয়স
‌কৌতুহ‌লের
কল্পনা সব
আকাশ-কুসুম
মুঠোর ভেতর
ল‌জেন্স, ট‌ফি
কান্না-হা‌সির
একটানা ঘুম।
একটা বয়স
হার না মানার
তর্ক করার
অবুঝ হবার,
একটা বয়স
আড্ডা মারার
প্রথম প্রথম
হুঁশ হারাবার।
একটা বয়স
স্বপ্ন দেখার
কষ্ট পাবার
অমর হবার,
ভীষণ শো‌কেও
সর্বজয়ী
হা‌সির ছটায়
‌শোক সারাবার।
একটা বয়স
সমস্যা আর
সম্ভাবনার
কষ্ট-কথার,
ঘা‌ড়ের ওপর
দা‌য়িত্ব‌বোধ
এ‌কের পর এক
বাস্তবতার।
একটা বয়স
আরাম করার
জায়নামা‌জে
তস‌বি জপার,
সময় এ‌লে
ডাক প‌ড়ে যায়
পরপা‌রে
‌শেষ পারাপার।