সেই দিনটায়
কত ঘন্টায়
‌বেলা পাল্টায়
বল‌তে পা‌রো?
চলমান য‌দি
চ‌ব্বিশ ত‌বে
আমার ঘ‌ড়ি‌তে
‌বেলা শেষ কা‌রো।
সব‌কিছু শেষ
বুঝলাম তবু
‌কিছু পিছুটান
শত স্মৃ‌তিময়,
নড়া দাঁত য‌দি
পড়ে যায় ত‌বে
ব্যথা নাই শুধু
অমূলক ভয়।
সবু‌জের চাষ
‌বিপ্লব ডা‌কে
পুরাতন ব্যথা
তবু তাড়া‌বেই,
মরুভূ‌মি ব‌লো
‌কিংবা উজাড়
যত ঝড় হোক
তবু দাঁড়া‌বেই।
পুরাতন পা‌খি
প‌রি‌চিত প‌থে
য‌দি আ‌সে ফি‌রে
পুরাতন নী‌ড়ে,
ধ্বং‌সের ভূ‌মে
দাঁড়া‌নো সব‌ুজ
ঠাঁই নাই আর
নতু‌নের ভি‌ড়ে।