কপাল না গাল
‌ঠিক জা‌নিনা
‌চো‌খের পাতা নড়ল না,
খাম্ খেয়া‌লের
ক‌য়েক ফোঁটা
পড়ল না‌কি পড়ল না।
সমানতা‌লে
ডুব-সাঁতা‌রে
‌মিথ্যা য‌তো বন্দনা,
ঘ‌নিষ্ঠ হয়
অন্ধকা‌রে
ভা‌লোই লা‌গে, মন্দ না।
‌খেলার নিয়ম
‌লোক-ঠকা‌নো
‌দে‌হের ভেতর আত্মা নাই,
সজীব যখন
সবুজ ছাড়া
কপট্ লা‌জে মুখ লুকাই।