খাম‌খেয়া‌লে
হয়‌তো ব‌লি
ঐ মে‌য়েটার
নাকটা বোঁচা,
‌কিংবা বে‌টে
রংটা মে‌টে
‌নি‌র্বিচা‌রে
‌দি‌চ্ছে খোঁচা।
রান্না, সেলাই  
গান জানা চাই
সাতটা চড়েও
থাক্ নির‌বে,
‌বিদ্যা ভা‌লো
বুদ্ধি ভা‌লো
‌কিন্তু বোকা
সাজতে হ‌বে।
হ্যাংলা কেন
গড়ন যেন
বাঁশের মাথায়
একটা থালা,
‌মোটা'র বেলায়
‌চিকন ঠেলায়
অহরহ
ব‌ড্ডো জ্বালা।
স্বরটা শো‌নো
খ্যানখ্যানা‌নো
‌কিংবা ক‌নে
টাক্কু সেন,
সব মানা যায়
‌লোভ য‌দি পায়
অন্ধ সা‌জি
‌ভিক্ষা দেন।