রাত নিশু‌তি তিনটা বা‌জে
কপাল ভরা ভাঁ‌জে ভাঁ‌জে
‌চিন্তাগু‌লি ঘুম কে‌ড়ে নেয়
ঘুমকাতু‌রে সবাই ঘু‌মে,
একলা আ‌মি এঘর ও ঘর
পায়চারী‌তে দু'ঘর মুখর
এক পা আগাই, দুই পা পিছাই
প‌রি‌চি‌তের অ‌চিন ভূ‌মে।
‌কোন্ নর‌কের আগুন বু‌কে
‌কেউ জা‌নেনা ঘুমাক সু‌খে
অন্ততঃ আজ রা‌তের ঘু‌মে
সবাই থাকুক পরীর দে‌শে,
ঠাকুর মা-এর পাঠ শেখা‌নো
মন্ত্র প‌ড়েও দৈত্য-দা‌নো
‌কেউ আ‌সে না, কেউ আ‌সে না
‌পিশাচ্ না‌চে নানান বে‌শে।
অষ্টধাতুর দো‌ষে-গু‌ণে
‌কেউ কথা কয়,‌কেউ বা শু‌নে
‌কেউ ক‌রে খায়, কেউ ক‌রে না
‌কেউ হা‌তে হাত, কেউ বেহা‌তে,
চল‌ছে চলুক পালায় পালায়
ঘুম ছাড়া রাত কোথায় পালায়
আজ‌কে আ‌মি,কাল‌কে তু‌মি
বাদবাকী সব পরশুরা‌তে।