সরাস‌রি বলব না
চল‌বে না কল্পনা
ঐ‌কিক ক‌ষে ক‌ষে
‌বের ক‌রো সত্য,
এক টাকা কে‌জি চা‌লে
এই সব দিন-কা‌লে
দুই টাকা মো‌টে রোজ
এইটুকু তথ্য।
উত্তাপ জুড়া‌নো
‌পিরানটা পুরা‌নো
তা‌লি মারা লু‌ঙ্গি‌তে
দুর্দশা খোলতাই,
শীত-‌রোদ-বর্ষায়
‌দিন যায়,রাত যায়
লু‌ঙ্গি-‌পিরান দ্যা‌খো
আ‌মি দে‌খি কিছু নাই।
পূজা-পার্বণ-ঈ‌দে
‌নিরুপায় সাদা‌সি‌ধে
শখ নাই,সাধ নাই
‌পে‌টে নাই খাদ্য,
ঐ‌কিক একা নও
মানবতা কথা কও
দু'‌বেলা গরম ভাত
মূল প্র‌তিপাদ্য।