নীল জামাটায়
মুখ ডু‌বে‌ছে
এক‌জোড়া ঠোঁট
‌চিহ্ন গা‌ড়ে,
একরা‌শি জল
বু‌কের ভেতর
কষ্টগু‌লোর
বয়স বা‌ড়ে।
গুণ্ টানা নায়
ঝুম্ বরষায়
যায় তারা যায়
অনন্তপুর,
আন‌কোরা সুখ
দুঃখ খেলায়
চাঁদ-তারা রাত
অন্য দুপুর।
এইখা‌নে  হোক
সব‌কিছু স্থির
ধুক্ পুকা‌নির
জন্য থামা,
সব‌কিছু স্রেফ
পরস্প‌রের  
‌তোমার-আমার
অচলনামা।