চিরায়তরূপে
বঙ্গরমণী
সংসার করে চলে,
রন্ধ্রে রন্ধ্রে
রসায়ন ভূত
“আরো সেবা করো” বলে।
নিত্যদিবসে
হর্ষ-বিষাদে
শতভাগ তবু হয়না
অসুখে-বিসুখে
বিপদে-আপদে
করে যায়,
কিছু কয়না।
রসায়ন ভূত
তাড়া দিয়ে চলে
একদিন দেহ চলেনা,
অসুখ করেছে
জানার পরেও
পতিদেব কিছু বলেনা।
সহানুভূতির
আশায় যখন
তিক্ততা শুধু চাখে,
অনেক হয়েছে,
অনেক সয়েছে,
নাকফুল খুলে রাখে।