ইচ্ছা ক‌রেই
একটু খোঁচাই
অম‌নি ছো‌টে
তুব‌ড়ি য‌তো,
‌রিক্সাওয়ালা
ঝগড়া ক‌রে
মশলা-বাটা
বুয়ার ম‌তো।
ইচ্ছা ক‌রেই
একটু ঘোচাই
সাম‌লে চ‌লে
অদম্য ক্রোধ,
অভাব থাকুক
অনন্তকাল
অভাব মা‌নে
বশ্যতা‌বোধ।
ইচ্ছা ক‌রেই
একটু নাচাই
‌দি‌চ্ছি-‌দে‌বো
কর‌তে থা‌কি
পাওনা নি‌য়ে
টাল্-বাহানায়
‌বেগুন প্যাচার
পাওনা বাকী।
ইচ্ছা ক‌রেই
একটু প্যাচাই
জন্মগত
আলুর দো‌ষে,
স‌ঙ্গোপ‌নে
ক‌ম্মো সাবাড়
‌জোঁক যেরকম
রক্ত চো‌ষে।