কেরানীর দে‌শে'
সা‌হে‌বের বে‌শে
জীবন কা‌টিল
কলম পি‌ষিয়া,
‌ছিলাম তথা‌পি
ভা‌লো-কা‌লো-পাপী
আমরা ক'জনা
‌মি‌লিয়া মি‌শিয়া।
চা‌হিদার দো‌ষে
‌নিয়‌মের রো‌ষে
এক‌দিন শু‌নি
বদ‌লি তাহার,
যুগপৎ কত
স্মৃ‌তি শত শত
তাহা‌রে ভু‌লিব
সা‌ধ্যি কাহার!
ক‌ষ্টের কথা
‌কে ক‌হে অযথা
‌কিছু ব‌লি বা‌কি
বু‌কে জমা থা‌কে,
তাহা‌রে ছা‌ড়িয়া
ইশারা পা‌ড়িয়া
বড় বাবু শুধু
আমা‌দের ডা‌কে।
সন্ধ্যার প‌রে
ব‌সিবার ঘ‌রে
ডা‌কিব তাহা‌রে
বড় নিরুপায়,
ব‌সিব সক‌লে
অতীব ধক‌লে
জলপান শে‌ষে
ক‌হিব "‌বিদায়"।