‌খেলারাম কত রঙ
কত রূপ কত ঢঙ
‌মো‌হের নষ্টনী‌ড়ে
পাপীমন ভা‌বে না,
মানুষ, মানুষ হ‌লে
খারাপ, খারাপ ব‌লে
পৃ‌থিবীর সব চখা
সব চখী পা‌বে না।
সমূহ পতন আঁকা
চ‌লে তবু আঁকা-বাঁকা
মায়ার পশরা ভরা
‌কোন ভালবাসা নাই,
এমন পৃ‌থিবী থে‌কে
ভালবাসা ম‌রে দে‌খে
‌বিদায় ধরণী তো‌কে
আ‌মি দূ‌রে সরে যাই।
‌কোন এক ক‌বিয়াল
সুর ঠিক, নাই তাল
ধার করা গান নি‌য়ে
আ‌মি তার পিছু নেই,
ধা‌রে ভাগ ব‌সি‌য়ে
শত পাপ খ‌সি‌য়ে
‌লি‌খে যাই "পৃ‌থিবী‌তে
‌প্রেম ব‌লে কিছু নেই"।