প্রশ্ন যখন
উপেক্ষিত
“দরজা কেন
খুলবে না?”
চিন্তা চলে
ঘোড়ার বেগে
অন্য কথা
তুলবে না ।
বুদ্ধি যখন
ধূর্ততা হয়
কষ্ট লাগে অন্তরে
অমৃত সব
বিষ হয়ে যায়
গ্রহণ লাগা মন্তরে ।
ধূর্ত সেজে
সত্য গোপন
শাক দিয়ে মাছ
ঢাকবে না
বিষ ঢেলো না
আপনজনে
আপনজন আর
থাকবে না ।