আলু-থালু চুল
খোঁচা-খোঁচা দাড়ি
চোখ লাল দাঁত ময়লা
শুকনো গড়ন
পোষাক তেমন
রং তার ঝামা কয়লা ।
চিট্-বাটপাড়
ঠগ নামে দেশে
সবাই তাদের ডাকে,
সুন্দর মুখ
কবিতায় আর
তুলির আঁচড়ে থাকে ।
সুন্দর যদি
সাত খুন করে
তারপরো কিছু হয় না
সুন্দর তাই
জয়-জয়াকার
ঠকে যায় তবু কয় না ।