ঘুম নাই তাই,চৌকির কাঠে ঘুণ পোকা দলে-বলে
শব্দে শব্দে ঘুমাতে দেয়নি সারারাত খুঁড়ে চলে।
সারাদিন কোন খোঁড়া-খুঁড়ি নাই নির্ঘাত সব ঘুমে
একাকী থাকার তকমা উধাও ঘুণপোকা আছে রুমে।
গড়াগড়ি করে চেষ্টা করেছি,অসময়ে ঘুম পায়না
“আজ রাতে হোক খোঁড়া-খুঁড়ি অফ”মন চায় করি বায়না।
রাত্রি আটটা,নয়টা,দশটা-এখনো শব্দ করেনি
ক্ষান্ত দিয়েছে,হয়তো মরেছে!তারপর বুঝি মরেনি।
খোঁড়া-খুঁড়ি শুরু মাঝরাত থেকে,একবার ভাবি লড়ব
ঘুম পাড়ানির গান ভেবে তারে আমিও ঘুমিয়ে পড়ব।