একমাস পরে হালখাতা খ‌ু‌লি,
একমাস পু‌রো বাকী,
বছ‌রের শে‌ষে শেষমাস শুরু,
চৈত্র তাহা‌রে ডা‌কি।
শীত শীত বে‌শে গর‌মের আঁচ
বাড়াবা‌ড়ি সব বন্ধ,
কাঁচা সোনা রো‌দে মিঠা মিঠা  বয়,
বাতাস মৃদু-মন্দ।
মাঝবয়সী বসন্তকাল,
ক‌পোত-ক‌পোতী হয়,
ফাগুন গে‌লেও জোড়ায় জোড়ায়,
চৈত্র তাহা‌রে কয়।