আমার বেডরুমের জানলা দিয়ে তোমায় দেখা গেল সেদিন।
দেখা গেল বিগত সাড়ে-চার বছরের সমষ্টি তুমি হেঁটে যাচ্ছ হালকা পদক্ষেপে।
আমি দ্রুত তোমার পিছু নিয়ে ঝাউগাছ গুলোর উদ্দেশে হাঁটলাম।
আমার বারান্দা থেকে ঝাউগাছের ও-পাশ দেখা যায় না,
কিন্তু ঝাউয়ের ও-পাশ থেকে বারান্দা দেখা যায় শুকোতে দেয়া মেয়েলী জামা সমেত।


অবশেষে তোমাকে ডাকলাম।
তুমি থামলে এবং চিনতেও পারলে আমাকে।
আমরা দু’জন দু’জনের মন রাখলাম এই বলে যে, আমরা কেউই বদলাইনি !


এখন মাঝেমাঝেই আমার ফোনে তোমার কল আসে ‘বাদল সাহেব’ নামে ।