ও-সে মারলো উঁকি আমার কবিতায়
তাতে পেয়েওছে এক নদীকে, সে বলে
এখন গা-ধোয় জলে সেই বানোয়াট নদীর
ও-তার যৌবন মিশিয়া গেলো জলে জলে জলে !


ও-তার আমার বর্ণে তীব্র অবগাহন  
শিথান-খোঁপায় আমিই ঘুম-করবী
আমার কর্মক্লান্ত সেই প্রেমিকার হাড়ের কসম
আমি নিরর্থক বেপুরুষ, আমি কবি !