মাঝ-দুপুরের নির্জনতায় রেল-স্টেশনের
মুদির করুণ কণ্ঠে ‘ভ্রমর কইয়ো গিয়া’
মা’র অনুরোধ ‘বাবা ফরু ভাত খাবি আয়’
পাঠ্য বইয়ের গল্পে ‘ভাইস্তা মাখন মিয়া’


একলা পেয়ে কঙ্কাবতীর ‘ভালোবাসি’
প্রথম জনক হওয়া কানে ‘বা বা বা বা’
বজ্রমুঠের কোরাস স্লোগান ‘হোক প্রতিবাদ’
‘এ-যাত্রা আপনার বাবা বাঁচবে হয়তবা।


এসব আমার সুখের কথা, অমূল্য ধন
মাঝেসাঝেই যা এ-জীবন দিয়েছিলো
সবচেয়ে সুখ, রটে যাবো বাংলা ভাষায়
‘মৃত্যুকালে সাতান্ন তার বয়স ছিলো !