রেখাচিত্রতে কাটিয়ে দিয়েছি নদীবিধৌত  দিন
নেই নেই করে শিশিরও কিছুটা মাদারের মগডালে
জমেছিলো ! নেমে এসেছিলো কিছু বিলুপ্তপ্রায় পাখি
সিঁড়িহীন উঁচু মঠটার শির ঘিরে রাখা জঞ্জালে !


ফেটে চৌচির বড় মাঠটার’ই নাম হলো করতোয়া
জেনেছি এভাবে ! আর গল্পের চিটা-ধানে মুঠোমুঠো
সেরেছি মধুর নবান্ন-গান ! বলেছি আর্তি ঢেলে
খানিক খানিক খানিক হলেও বাঁশফুল ফুটে ওঠো !


তবে বাঁশফুল ফুটলে ছুঁতাম, রাখছি না তারও আঁচ
ভ্রূকুটির নিচে ঘাই মেরে ওঠে তুমুল গোলাপী মাছ !