হাওয়ার ভিতরে ঢুকে যেতে যেতে কিছু পরে টের পাই
হাওয়া নয়, দ্রুত জড়িয়ে পড়ছি শীত শীত আচরণে
শীত অভিমুখে পাঁচশো কদম, দারুণ কায়িক শ্রম
ব্যাস, অভিভূত লোমকূপ তাজা ঘামের মঞ্চায়নে ।


রোজ এইভাবে কোথা যেতে চেয়ে আরো যেন কোথা যাই
অরুণা কে তবু ভালোবাসি, ওর গালে খেলে সুনিতাই।