ধ্বংস হচ্ছে সুন্দরবন
কিরে, কাঁদেনা কি তোর অন্তর ?
সভ্যতার দোহাই দিয়ে
ভাঙ্গছিস বন্যপ্রাণীর বাড়ী-ঘর।
পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে
মানুষ খেকো বাঘের হবে আবাস,
শহর জুড়ে আগেই ছিল
মনুষ্যত্ব খাদক মানুষের বাস।
খাল-বিল, পুকুর-দিঘী
কুমিরের হবে আবাদ বিচরন
মানুষের মাঝে আজ নেই
মনুষ্যত্বের মহান আচরণ।
"বন-জঙ্গল উজার হলে-
তোমার-আমার কি আসে যায়
ভাল আছি সভ্যতারই খাঁচায়
বন্যপ্রাণী আবাস কোথায় পায় ??