গোবেচারা মানুষ আমি; বলি
সহজ-সরল কথা,
দুই বেলা দুই মুঠো খাবার
পেলে, ঠান্ডা থাকে মাথা।
ঢাকতে গতর কাপড় চাই
-- সস্তা কিংবা দামী,
অন্যেরটাতো চাই না কভু
আমারটা চাই আমি।
বেশি আর কিছু চাইনা আমি
চাই ছোট্ট একটা ঘর,
সবাই মিলে থাকলেই সুখে
হাসি মুখেই দেব কর।
শিক্ষা নিয়ে মানুষ হতে; বিদ্যা
জ্ঞানে চাই বিদ্যালয়,
শিখতে সব শিক্ষার বিধান
হয়না যেন পরাজয়।
অসুখ যদি হয় গো কারও
চাই ন্যায্য মূল্যে ওষুধ,
রাষ্ট্র আমার এই অধিকার
না চাইতে করবে শোধ।


রোববার, দাম্মাম, সৌদিআরব,
০১ শ্রাবণ ১৪২৪, ১৬ জুলাই ২০১৭