মোটা তুমি কিংবা চিকন
তাতে কি যায় আসে,
গ্রামের কিংবা শহরের মশা
মারছে প্রাণ বিষে।
আগে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া
এখন চিকনগুনিয়া,
ভয় পেয়োনা হঠাৎ করে
কথা খানি শুনিয়া।
“চারপাশে সাফ রাখবে যেন
জন্ম না হয় মশা,
ভাল থাকবে সুস্থ থাকবে
হবেনা এমন দশা”।
প্রতিকারের আগে করতে হবে
সবাই মিলে প্রতিরোধ,
ট্যাংক কামান বন্দুক লাগেনা
মশার করতে নিরোধ।


শুক্রবার-দাম্মাম, সৌদিআরব
৩০ আষাঢ় ১৪২৪, ১৪ জুলাই ২০১৭