চার দিকে কোলাহল,ব্যস্ত শহর
হরেক স্বপ্নে কাটে প্রতিটি প্রহর,
জ্বলে জ্বলতে দাও সমস্ত বাতি
রঙীন হয়ে উঠুক সব রাতি।


নগর জীবন হাসি-আনন্দে ভরপুর
নেই কাদা-মাটি, যেমন গাঁও রসুলপুর,
আধুনিকতার স্রোতে ভেসে চলি
জীবনের গান সহজ করে বলি।


অনেক ভীড় রাস্তা নয় যে ফাঁকা
বিশ্বাস-অবিশ্বাসের দোলা চলে ঢাকা
সহজ-সরল মানুষও হয়ে যায় টেড়া-বাঁকা
তবু চলে নিয়মের কাঁটায় জীবনের চাকা।


কেউ ভাবেনা, রাখেনা কেউ কার খবর
এক অ্যার্পাটমেন্টে, দেখা নেই অন্যের বরাবর
এই প্ল্যাটে র্বাথডে পাটি অন্য প্ল্যাটে কুলখানি,
হাসি-দুঃখে হয়না ভাগি, থাকে মলিন মুখখানি।


নিজেকে নিয়ে মেতে আছি এই তো জীবন
আপনারে ভুলে গেছি করিনি স্মরণ
কখন জানি এসে যায় হঠাৎ মরন
হাসি মুখে করে নেব তারে বরণ।