তোমার বুকে
ঘুমাতে চাই সারারাত,
চুমে চুমে শেষ করতে চাই
তোমার দুগ্ধের জলপ্রপাত।

তোমার বুকে
সকল সুখ,
তোমার বুকে লাগাতে চাই
চুমুর চুম্বক।

তোমার বুকে দুঃখের
হয় লয়,
তোমার বুকে
ঘুঁচে সকল ভয়।