স্টেশানে দেখা মেয়ে, শুধু একটি বার
চোখের পলকে হারিয়ে ফেলে
সারা দিন ধরে তোমারই ফেরার প্রতীক্ষায় অপেক্ষা।
ক্লান্ত শরীরে ঘরে ফেরা, নিয়ে যত
রাজ্যের হতাশা।
ঘুম হারিয়ে সারাটি রাত তোমারই চর্চা।
রাত পেরিয়ে সকাল,
নাওয়া-খাওয়া ছেড়ে গন্তব্য স্টেশান।
সেকেন্ড মিনিট ঘন্টা পার হয়ে
কেটে গেল দিন মাস বছর।
তবুও মেলে না তোমার দেখা,
হয়তো আগের মত স্টেশানে গিয়ে
অপেক্ষা করা হয়না তোমার জন্য
তবে ঘুমহীন কেটে যায় রাতের পরে রাত।
নিঃসঙ্গ এ রাতে আমার সঙ্গি
প্যাকেট ভর্তি সিগারেট।
আমার অন্তরে জমা নিকোটিনের স্তরের নিচ থেকেও
বুদবুদ আকারে বের হয় তোমারই আরাধনা।
কিছুতেই ভুলতে পারিনা তোমাকে
বার বার আমার মানস পটে ভেসে ওঠে
সামান্য সময়ের দেখা
তোমার ঐ মোহনীয় মুখ খানি।
জানিনা সেদিনের সেই সামান্য সময়ে
কি দেখেছিলাম আমি তাতে?
আবার তোমার দেখা পাবো বলে
ক্ষীণ আশা বুকে নিয়ে পথ চলা,
সময়ে অসময়ে তোমায় নিয়ে
কত শত কথা বলা।
একদিন হটাৎ তোমারই দেখা
তবে এভাবে পাবো, তা কোনদিনই ভাবিনি।
আবেগের ঢেউ যেন আছড়ে পড়ে
আমার মনের কিনারে।
কত কথার অবতারণা
নিজেকে তোমার কাছে উপস্থাপন করা
সেদিনের সেই স্মৃতি তোমাকে স্বরণ করিয়ে দেওয়া।
স্মৃতি যেন আর কিছুতেই ফিরে আসেনা,
তুমি চিনতে পারোনা আমায়।
আদৌ কি কিছু মনে পড়ে না তোমার, নাকি
ইচ্ছে করেই চাইছোনা আমাকে চিনতে?