ঘুম গুলো মোর হারিয়ে গেছে
মরছি তাকে  খুঁজে ।
চুপটি করে আছি শুয়ে তাই
চোখ দুটিকে বুজে।
ঘুম গুলো সব আসবে ফিরে
এই বাসনা আছে,
ঘুম গুলো মোর হারিয়ে গেছে
ঘুম পরীদের কাছে।
ঘুম পরী কি আসবে ফিরে
চোখের পাতার নীড়ে?
আমার সকল স্বপ্নই এখন
ঘুম পরীকে জুড়ে।
ঘুম পরীর ঐ ডানায় চড়ে
দেখবো সকল রঙ
ঘুম হারিয়ে হটাৎ কখন
সাজবো হয়তো সঙ।
ঘুম গুলোকে হাতড়ে ফিরি
রাতের আঁধার ছাড়িয়ে,
আঁধার আবার আসবে ফিরে
দিনের আলো মাড়িয়ে।  
আমি নয়তো ঘুম কাতুরে
চেয়ে আছি তবুও ঘুমের পথে দাঁড়িয়ে।