ধীরে ধীরে জন্ম নেওয়া কষ্টের পাথর গুলো
ইদানীং কেন জানি বড্ড বেশীই ভারী মনে হচ্ছে।
দিনে দিনে বাড়ছে তার আয়তন
সঙ্গে পাল্লাদিয়ে ভারও।
চাইছে অন্তরের ভেতর থেকে বের হতে চাওয়া
বাতাশ গুলোকে অবরুদ্ধ করে রাখতে।
মন চাইছে কষ্টের পাথর গুলো কে গলিয়ে
চোখের জলে ভাসিয়ে দিতে।
কিন্তু তা খুব সহজেই ঘটবে কি করে বল?
প্রতিটি পাথুরে কণার বন্ধনই তো
তোমারই চোখের চলে গড়া।