দিনের শেষে ক্লান্ত পাখির ন্যায় নীড়ে ফিরে
অনূভবে শুধু তোমাকেই খুঁজে ফেরা।
ক্লান্তির গভীরতা আমাকে করে তুলে গভীর অনুভূতিশীল,
তাতে শুন্যতেই খুঁজে ফিরি তোমাকে।
শূন্যের মাঝেই খুঁজে ফেরা তোমার আদর মাখা হাত দুখানি,
আর কোলে মাথা রাখার পরম আবেশ।
আমি খুঁজেফিরি তোমার ব্যস্ততা,
একগ্লাস ঠাণ্ডা শরবত কিংবা
হালকা কোন খাওয়ারের আয়োজনে।
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্তি বেড়ে হয় বহুগুণ
ক্লান্ত চোখে খুঁজেপাই শুধু চার দেওয়ালে ঘেরা আমার ঘর।
যেখানে তুমি নেই , নেই তোমার কোন চিহ্নও
আছে শুধু কিছু বই আর কাপড়ের স্তূপ।
কবে আসবে সেই শুভ দিন?
ক্লান্ত শরীরে জমা যত ক্লান্তি দূর হবে
তোমার ঐ মমতাময়ী মুখ দেখে “মা” ।