আমি তোমাদের মাঝে বস বাসকারী ভদ্রতম এক চরিত্র।
আমার দ্বারাই হচ্ছে ক্ষতি তোমার,তোমাদের
যা তোমাদের কল্পনাতীত,ভাবান্তরেও আসেনি।
হয়তো আমার দ্বারায় অপদস্থ হচ্ছে,
তোমাদেরই বৃদ্ধ মা-বাবা।
হয়তো আমার কামোনার দৃষ্টিতে ধর্ষিত হচ্ছে,
তোমাদেরই বউ বোন।
হয়তো আমার লালসার বলী
তোমাদেরই কোন না বালেগ সন্তান।
হয়তো আমার দ্বারায় নিগৃহীত হচ্ছে
তোমাদেরই ভাই কিংবা কোন আত্মীয়।
হয়তো আমার দ্বারায় সংঘটিত হচ্ছে
এমন কোন অসামাজিক কার্যকলাপ।
যা তোমার ও তোমাদের অনাগত ভবিষ্যৎ এর জন্য
অসামাজিক পথভ্রষ্ট হতে সহায়ক।
কিন্তু আমার প্রতি তোমাদের বিন্দু মাত্র অবিশ্বাস নেই,
নেই কোন সন্দেহ।
আমার তো তোমাদেরই মাঝে বসবাস,
কিন্তু আমার মুখের উপর লেপ্টে আছে ভদ্রতার লেবাস।
আর চিনবেই বা কি করে বলো?