আকাশের ঐ চন্দ্র দেখ
আজ নেমেছে ধরাতে।
ছড়িয়ে তাহার রুপের কিরণ,
এই না ধরা ভরাতে।
এই না ধরার সকল কিছু
দেখবে অবাক বিস্ময়ে…
ছড়িয়ে তাহার রুপের কিরণ
যায় কিনা সে মিলায়ে।
রুপ যে তাহার নয় ক্ষণিকের,
মিলিয়ে যাওয়ার নেই ভয়।
রুপের কিরণ বিলিয়ে সে আজ
এই ধরা কে করেছে জয়।