ভিখারির বেশে তোমার দুয়ারে
এসেছিলাম শুন্য হাতে।
চেয়েছিলাম শুধু দুমুঠো ভাত,
দাওনি তুমি তাতে।
জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র দেখে
করেছিলে অবহেলা।
বেয়ারা ডেকে দিয়েছিলে তুমি
ঘার ধরে এক ঠেলা।
সম্পদ যা গড়েছ তুমি
গরীবের হক মেরে।
একদিন সময় আসবে যখন
সকলে আসবে তেড়ে।
সম্পদ তোমার ধ্বংস হবে,
গর্ব হবে চূর্ণ,
খেয়ে লাথি গুতা, বিবেক তোমার
তখনই হবে পূর্ণ।
সময় থাকতে হও সচেতন,
ছেড়ে দাও যত লোভ, লালসা
দেখবে তখন মিলছে তোমার
সকলেরই ভালোবাসা।