এই বঙ্গ ভূমে জন্ম আমার
বঙ্গ ভুমেই বাস।
এই বঙ্গ ভুমের সংস্কৃতিই
বুকে করি চাষ।
বঙ্গ ভাষা মুখের বুলি
বঙ্গের ধুলিই মাথায় তুলি।
বঙ্গের বুকে ঠেকায় মাথা
দুঃখ সুখের গল্প গাঁথা।
এই বঙ্গের বুকে থাকবো পরে
যত দিন না যাই গো মরে।
বঙ্গ মা তুমি থাকো সুখে
তোমার সন্তান সব আগলে বুকে।
তোমার ঐ বুক ভরে উঠুক
ফল ফসলের বন্যায়,
তোমার বুক থেকে ধুয়ে যাক সব
অসুখ,বিসুখ,অপরাধ যত অন্যায়।