আমার এই বিশাল আকাশ জুড়ে আছে একটি মাত্র তারা
তাও আবার নিভু নিভু, কিন্তু কোন একদিন
এই তারাটিই আমার আকাশে উদিত হয়েছিল
ঝলমলে সোনা মাখা রুপ নিয়ে, চোখে নিয়ে হাজার রকম স্বপ্ন।
কিন্তু আজ কাল, গত কিছুদিন তারাটা আর নিজস্ব রুপে জ্বলে না!
হয়তো কোন একদিন খোশেও পরবে আমার আকাশ থেকে
কত স্বপ্ন ছিল, কত ছিল আশা রূপবতী তারাটাকে নিয়ে বাঁধব আমি বাসা।
আমার উন্মুক্ত আকাশের ছোট্ট সোনা মুখ তারাটি নেমে আসবে আমার ঘরে,
সোনা রাঙা আলোয় ভরে উঠবে আমার ছোট্ট ঘর খানি।
কিন্তু এখন আমার ঘর জুড়ে শুধুই অন্ধকার,
মোমবাতি কিংবা বিজলী বাতি কিছুই পারেনা দূর করতে আমার সে ঘরের আঁধার।
কোন একদিন হয়ত এগুলোও আর জ্বলবেনা আমার ঘরে!
দিনে দিনে আমার ঘর পতিত হবে অন্ধকার মৃত্যুপূরীতে।
তবুও আশা রাখি বুকে কোন একদিন নিভু নিভু তারাটা
আবারো হয়তো ফিনকী দিয়ে জ্বলে উঠবে আমার আকশে...
নেমে আসবে আমার ছোট্ট ঘরে
দূরহবে আমার ঘরের মৃত্যুপূরীর আধার।
কি তুমি জ্বলবে না, আমার আকাশে? সোনা মুখ তারা।