স্বপ্নগুলো সব থেমে গেছে
সময় যাচ্ছে বয়ে,
দিনের পরে দিন চলে যায়
স্বপ্ন যে যায় ক্ষয়ে।
স্বপ্নগুলো রঙ হারিয়ে
হচ্ছে যেন ধূসর,
ধুলোর মাঝে হারিয়ে গেছে
স্বপ্নে গড়া বাসর।
স্বপ্নে গড়া সেই বাসরে
তোমার ছিল অংশ
তোমার হাতেই রক্ষাপেত
আমার নবীন বংশ।
এখন তো আর পায়না তোমায়
হাত বাড়িয়ে কোথাও,
হারিয়ে তোমায় অন্তরে ঝড়
শরীর জুড়ে ব্যাথা।
তুমি যখন সঙ্গী ছিলে
ছিলে আপন জন,
এখন তুমি নেই তো পাশে
কোথায় তোমার মন ।