মাগো তোমায় মা বলে ডাকতে দেবে না বলে,
৫২-এর ২১ তারিখ তোমার বুকে ঝাপিয়ে পড়েছিল পাক হায়েনার দল।
কিন্তু তোমার সন্তানেরা তোমাকে মা বলে ডাকার অধিকার রক্ষার্থে
সেদিন নাংগা বুক আর খালি হাতে নেমেছিল ভয়ানক সেই হায়েনার মুখে ।
রাস্তার কালো পিচ সেদিন হয়েছিল লাল, তোমারই সন্তানের বুকের তাজা রক্তে।
রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল তারপরও এতটুকু ছাড়দেইনি মা,
শুধু একটি বার তোমায় মা বলে ডাকবে বলে।
সেদিন তোমার সেই সন্তানদের সামনে হার মেনেছিল সন্তানখেক হায়েনার দল।
পরাজিত হয়ে, লেজ গুটিয়ে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল
তোমাকে মা বলে ডাকার অধিকার।
দেখ আজ আমার বাংলা মা স্বাধীন, আজ কোথাও কেউ নেই,
কে আমাকে বাঁধাদেয় তোমাকে মা বলে ডাকতে।
বাঁধাদেয় বলতে, আমার সোনার বাংলা মা আমি তোমায় ভালবাসি।