অন্ধকারের গহ্বরে হারিয়ে গেছে দিনের সকল আলো,
সমস্ত পৃথিবী জুড়ে জেকে বসেছে রাতের যত কালো।
ঘড়ির কাটার সাথে বেড়ে চলেছে কালো রাতের ঘনত্ব,
সময়ের ব্যবধানে আঁধার ভেদে আকাশে বুকে উকিদেয়
বাঁকা চাঁদ, সঙ্গি করে সকল তারাগুলি।
সারাদিনের খাটুনী শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরছে সকলে
ক্লান্ত শরীর বিছানর কোলে রেখে নিমিষেয় ডুব দেয় নিদ্রা দেবীর বুকে।
শুধু তুমি আর আমি বসে আছি একই আকাশের নিচে,
দূর থেকেও বহুদূরের কোন এক বাসার ছাদে।
আমাদের সঙ্গী রাতের আকাশ ও আকাশের তারা গুলি,
হাতে তারবিহীন এক দূরালাপনী।
দুজনে বসে রঙ্গিন তুলিতে আকাশের বুকে এঁকে চলি আমাদের স্বপ্ন
যার প্রতিটি পটে আঁকা তোমার আমার আগামীর দিনগুলি।
স্বপ্ন এঁকেই এগিয়ে চলে আমাদের সময়,
সঙ্গে চলে রাত আর আকাশের ঐ বাঁকা চাঁদ।
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা সঙ্গে পিছে ভয়,
তুমি দিয়াশলায়ের কাঠির মত হয়ে যাবেনা তো ?
ফুস করে জলেউঠে রাঙ্গিয়ে তুলে আমার জীবন
আবার নিমেশেয় নিভে যাবে,
অন্ধকারে ভরে দিবে আমার এ জীবন !