গত রাত থেকেই আকাশের মন খারাপ,
রাজ্যের সারা হতাশা যেন জমে আছে তার বুকে!
গুমটো মুখে কোন মতে রাত্রি যাপন
শরীর থেকে অন্ধকার ঝেড়ে
জেগে ওঠার অপেক্ষায় ধরণী।
ক্রোধের অনল যেন আরও তীব্র হয়ে
বিঁধে আকাশের বুকে।
রাতের আধারে লুকিয়ে রাখতে চাইছিল
নিজের গুমোট কালো মুখটি,
কেউ যেন দেখে না ফেলে।
সূর্যের নতুন আলো ফুটতেই
কালো গুমটো মুখো আকাশ
নিমিষেয় অন্ধকারে ঢেকে দেয় ধরণীকে।
মাতাল হুংকারে বারে বারে গর্জে উঠে,
জানান দিতে চাইছে নিজের কষ্ট গুলোকে।
আকাশের দুঃখ বোঝার কেই বা আছে!
নিমিষেয় কেঁদে দেয় আকাশ।
আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরে চলেছে
ধরণীর বুক বেয়ে,
তপ্ত ধরণী কান্নার দুফোঁটা জল পেয়ে
হয়ে উঠছে শীতল, নেমে আসছে শান্তি।