আমি এতিম বলে করো না আদর,
দাওনা শীতে কোন বালিশ-চাদর।।
তাতে কি? আমার মায়ের আচঁল,
সবচেয়ে দামি অমূল্য উষ্ম কম্বল।।
অনাহারে থাকি যে কত না সুখে,
জানি কভু পরে না তা অন্ধ চোখে।।
ময়লার ভাগারে ফেলো যে খাবার,
যা পাই ভালো তাই করি আহার।।
জীর্ণ শরীরে এ ছোট্ট বুকের হাঁড়,
কতগুলো দেখো গুনে একবার।।
কখনো ভুলে ভালোবেসে এ হাতে,
দিয়েছো কি এক পয়সা অজান্তে।।
দেখ আমার ময়লা ছেড়া জামা,
কেমন করে করছে সেলাই মা।।
মায়ের শাড়িও তিন টুকরায় খন্ড,
তবু বুঝিনা সব করে দেই ঐ পন্ড।।
ঘরটা আমার যেন পাখিরই বাসা,
মায়ের ভালোবাসাতেই যেন খাসা।।
একটু বৃষ্টি হলে ভয় যে করে ভীষন,
তখন দেখি ছাপড়া ঘরেই প্লাবন।।
পেট পুরে খেয়েছি কবে যে হায়,
অসুখে-বিসুখেই দিন চলে যায়।।
তাই বলে ভেবো না চাই অনুদান,
শুধু চায় ভালোবাসা নয় অপমান।।
খোকা বলে মা আর এতিম সবে বলে,
তবু আমি আছি ভালো মায়ের কোলে।।