হে রমণী-
কেন তোমার শরীর ঢাকোনি?
তুমি কি শয়তানের আস্তানা,
নাকি ইবলিশের বসত ঠিকানা।।
হে রমণী-
কেন সালাত কায়েম করোনি?
তুমি কি দোযখের আগুন,
নাকি নরকের অশুভ ফাগুন।।
হে রমণী-
কেন স্বামীর আদেশ মানোনি?
তুমি কি অপদার্থ নারী,
নাকি উচ্ছৃংখল অর্ধনগ্ন পরী।।
হে রমণী-
কেন আজ কোরআন পড়োনি?
তুমি কি মূর্খ-ধূর্ত সব,
নাকি বিশৃংখলার কলরব।।
হে রমণী-
কেন পিতাকে সালাম দাওনি?
তুমি কি বিবেকহীন বান্দা,
নাকি মনে শয়তানি ধান্দা।।
হে রমণী-
কেন ঈমানদার হওনি?
তুমি কি পাপিষ্ট মানুষ,
নাকি হারিয়েছো সব হুশঁ।।
.
(বিঃদ্রঃ সবার জন্য প্রযোজ্য নয়।)